এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মনশুকার ত্রাণ শিবিরে থাকা সকলের খেয়াল রাখছে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ ও সিভিক ভলেন্টিয়াররা

Published on: May 26, 2021 । 1:55 AM

কুমারেশ চানক: স্থানীয় সংবাদ, ঘাটাল:  ঘূর্ণিঝড় ইয়াশ আছড়ে পড়ার আগেই প্রশাসনের নির্দেশ মতো ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রাণ শিবিরগুলিতে শুকনো খাবার সহ জল পৌঁছে দিচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। ব্লক প্রশাসনের নির্দেশে ২৫ মে মনশুকা এলাকার সমস্ত ত্রাণ শিবির  পরিদর্শন করে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ।  সেক্রেটারি শিশির ভৌমিক বলেন, ব্লক প্রশাসনের নির্দেশ মতো আমরা এলাকার সমস্ত ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করি ও পরিমাণমতো শুকনো খাবার ও জল পৌঁছে দিয়েছি, আমরা সর্বদা সজাগ রয়েছি এবং এলাকাবাসীকেও সতর্ক করছি, এলাকার সমস্যার উপরে আমরা নজর রেখেছি।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।