এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সোনাখালিতে রক্তদান

Published on: June 3, 2021 । 6:32 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রামপঞ্চায়েতের উদ্যোগে ৩ জুন রক্তদান শিবিরের আয়োজন করা হল। ওই গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্তকুমার মাল বলেন, সোনাখালি হাইস্কুলে ওই রক্তদানটির আয়োজন করা হয়েছিল। আজকের এই রক্তদান শিবিরে তিন জন মহিলা সহ ৩৪ জন রক্ত দান করেছন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015