এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অপরাধ পেটের খিদে: শাস্তিতে ন্যাড়া হতে হল বধূকে

Published on: June 17, 2022 । 7:49 AM

নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার টানে কোথাও যাননি দুই সন্তানের মা। কারোর একটুকু জিনিস চুরিও করেননি।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তবুও জুটল কিছু মহিলা মোড়লদের দ্বারায় নির্মম অত্যাচার। জবরদস্তিতে সেই মহিলা মোড়লদের দল তাকে দিল ন্যাড়া হবার শাস্তি।  চলুন এবার বিষদে যাই। দাসপুর থানার কীর্তিবাসপুরের বাসিন্দা আভা সিংয়ের মেয়ের বিয়ে হয় ডেবরা ব্লকের চকঅনন্ত গ্রামে। বারো বছরের সংসারে অভাব অনটনে সন্তান এসেছে দুটি, রোজগারহীন স্বামীর শুধুই সন্দেহবাতিক। সংসারে অনটন সেই সাথে সন্দেহবাতিকের জন্য তুমুল অশান্তি লেগেই থাকত।পেটের খিদে আর সন্তানদের একটুখানি স্বাচ্ছল্য দিতে মা পাশের গ্রামে গায়ে গতরে খেটে সৎ পথে উপার্জন করতে গিয়েছিলেন।

বাড়ি ফিরতেই মহিলা মোড়লদের টিম রেডি হয়েই ছিল। আজ ১৬ জুন সেই মহিলা মোড়ল টিম বীরাঙ্গনাদের মতো কাজের দায়িত্ব পেয়েছে। দুই সন্তান ফেলে কেন ওই বধূ পাশের গ্রামে কাজে গিয়েছিলেন তার উত্তর দিতেই হবে। আসতে থাকে একের পর এক প্রশ্নবাণ। তাতেই নীরিহ ওই গৃহবধূ ভয়ে কাঁটা হয়ে যেতেই তাকে বেঁধে, তার উপর শ্বাপদের মতো ঝাঁপিয়ে পড়ে, ওই মহিলা মোড়লদের দল। চুল খাবলে, চেঁছে ন্যাড়া করা হয় ওই বধূকে। খবর পেয়ে ওই বধূর মা দাসপুর থেকে ছুটে যান। ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়।আপনাদের কাছে প্রশ্ন এটাই এ কোন যুগে বাস করছি আমরা? যেখানে আজকেও দেখা যায় মোড়লপনার দাপট! একজন সৎ ভাবে বাঁচতে চাওয়া মা যদি তার সন্তানদের খিদের জ্বালা মেটাতে খেটে রোজগার করে সেটা কি সত্যি অপরাধ?

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা