সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: যোগাতে রাজ্যে প্রথম দাসপুরের প্রেয়সী ঘাঁটা। প্রেয়সী বর্তমানে দাসপুরের কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নাড়াজোল-১ চক্রের পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রতিনিধি কৌস্তুভ চক্রবর্তী জানান, ৪১ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় একেবারে চক্রস্তর থেকে একটানা জয়লাভ করে রাজ্যে যায় দাসপুরের প্রেয়সী। ৯ জানুয়ারি রাজ্য স্তরের যোগা প্রতিযোগিতায় প্রেয়সী বালিকা ‘গ’ বিভাগে খেলে অনায়াসে প্রথম স্থান অধিকার করে সারা বাংলায় পশ্চিম মেদিনীপুর জেলা তথা দাসপুরে নাম উজ্জ্বল করে। লাগাতার প্রেয়সীর এই যোগাতে জয়। ঘাটালের প্রত্যেকেই এই ছোট্টো প্রেয়সীকে শুভেচ্ছা জানাচ্ছেন। ৪১ তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব উত্তর ২৪ পরগনা জেলার বাণীপুর, হাবড়ায় অনুষ্ঠিত হয়।








