এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিদ্যাসাগরের ‘আত্মার শান্তির জন্য’ শ্রাদ্ধানুষ্ঠান

Published on: May 17, 2019 । 8:27 PM

তনুপ ঘোষ: জামাই খুন হয়েছেন, তাই শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের শ্রাদ্ধের আয়োজন করলেন। সেই জামাই আর কেউ নন, তিনি স্বয়ং বিদ্যাসাগর। গত ১৪ মে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়াকে জামাইয়ের অপঘাতে মৃত্যু হিসেবে ধরে নিয়ে ক্ষীরপাইয়ের এই ভট্টাচার্য পরিবার শোকে চারদিন ধরে অরন্ধন উপবাস শুরু করেন। আজ ১৭ই মে চতুর্থীতে ক্ষীরপাইয়ের কাছারিপাড়ায় চলছে তাঁরই পারলৌকিক ক্রিয়াকর্ম।

বিদ্যাসাগরের শ্বশুরবাড়ি ঘাটাল মহকুমার ক্ষীরপাই শহরের ১ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের শত্রুঘ্ন ভট্টাচার্যের মেয়ের সাথে ১৮৩৪ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবাহ হয়। সেই থেকেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষীরপাই তথা ভট্টাচার্য পরিবারের জামাই। 

বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহে যেহেতু তাঁর কেউ থাকেন না, তাই শ্বশুরবাড়ির লোকেরাই আজ বিদ্যাসাগরের পারলৌকিক শ্রাদ্ধের আয়োজন করেছেন। ভট্টাচার্য পরিবার মনেপ্রাণে বিশ্বাস করেন, বিদ্যাসাগরের মুর্তিকে খুন করা হয়েছে।  দুর্ঘটনায় মৃত্যু হলে বাঙালিরা যেমন সেই মৃত্যুকে অপঘাতে মৃত্যু হিসেবে ধরে পারলৌকিক ক্রিয়াকর্ম করে থাকে। তেমনি তাঁরা বাঙালি সংস্কার মেনে আজ চতুর্থীতে পুরোহিতের মন্ত্র উচ্চারণ মধ্য দিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন।    

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা