এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ

Published on: June 18, 2019 । 9:39 AM

•আজ ১৮ জুন চন্দ্রকোণার সীতারামপুরে একটি বটগাছে এক প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। ওই প্রেমিকের নাম  অনুপ মণ্ডল(২৫) এবং প্রেমিকার নাম সোমাশ্রী মান্না(২৮)। সোমাশ্রীর দাসপুর থানা এলাকায় বিয়ে হয়েগিয়েছিল। তাঁর  ৯ বছরের একটি মেয়ে রয়েছে। সোমাশ্রীর সঙ্গে বিয়ের আগে থেকেই বাপের বাড়ির পাশের বাড়ি তথা সীতারামপুরের অনুপের সঙ্গে প্রেম ছিল। বিয়ের পরও সেই প্রেম দুরন্ত গতিতে চলে। দুই বাড়িতে অশান্তিও হত নিয়মিত।

কিছু দিন আগে সোমাশ্রী তাঁর বাপের বাড়ি সীতারামপুরে আসেন। গত রাতে প্রেমিক-প্রেমিকা  বাড়ির সামনের একটি বটগাছে একই দড়িতে আত্মহত্যা করেন।

প্রসঙ্গত ১২ জুন ঘাটাল থানার বীরসিংহে এরকমই একটি ঘটনা ঘটে। সেখানেও প্রেমিকের বয়স প্রেমিকার থেকে অনেক কম ছিল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad