দাসপুরের ক্যুইজ সংস্থার উদ্যোগে ঘাটাল হাসপাতালে বসল স্যানিটাইজেশন ট্যানেল

সৌমেন মিশ্রঃমহকুমার মানুষের স্বার্থে বড়সড় পদক্ষেপ দাসপুরের ক্যুইজ সংস্থা ক্যুইজ ও ম্যানিয়ার। আজ ৭ জুলাই মঙ্গলবার ঘাটাল মহকুমা হাসপাতালের প্রবেশ দ্বারে স্যানিটাইজেশন ট্যানেল বসালো দাসপুরের এই ক্যুইজ সংস্থা। এই ট্যানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে হাসপাতালে আগত মানুষ স্যানিটাইজ হয়েই হাসপাতালে প্রবেশ করবেন। ফলে করোনা সংক্রমণের ভয় ঘাটাল হাসপাতালে অনেকাংশেই কমবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষও।


এদিন জেলা স্বাস্থ্য অধিকর্তা ডক্টর নিমাই মণ্ডল এই ট্যানেলের শুভ উদ্বোধন করে ক্যুইজ ও ম্যানিয়ার এই উদ্যোগগে সাধুবাদ জানান।

ক্যুইজ ও ম্যানিয়ার পক্ষে সন্দীপ দে জানান,এলাকা ও এলাকার বাইরের বহু সমাজসেবী মানুষের আর্থিক সহায়তায় করোনায় লকডাউনের সময় এলাকার বহু মানুষের হাতে তারা তুলে দিতে সক্ষম হয়েছেন খাবার। সেই আর্থিক সহায়তায়ই এই ট্যানেল। আর্থিক সহায়তা পেলে এই স্যানিটাইজেশনের ট্যানেল ঘাটালের জনবহুল প্রতিষ্ঠানগুলিতে বসাতে পারেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!