চন্দ্রকোণায় ICDS কেন্দ্রের খাবারে টিকটিকি, চিকিৎসাধীন

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যরা হাসপাতালে(Hospitalized) [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চিকিৎসাধীন। ইতিমধ্যেই ক্ষীরপাই হাসপাতালে(Khirpai block health center) চিকিৎসাধীন ৩০ জন। ঘটনাস্থলে বিডিও(BDO) থেকে শুরু করে পুলিশ(Police)।

ঘটনা চন্দ্রকোনা ১ ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোড়পুর এলাকায়। এলাকার মানুষজনের অভিযোগ, লোড়পুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে(ICDS Center) অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবারও শিশুদের জন্য খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পায় সেদ্ধ হওয়া বড় একটি টিকটিকি। ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা যায়, ততক্ষণে সেই খিচুড়ি খেয়ে নিয়েছিল অনেক শিশুই, এমনকি কয়েক জন বমি করতেও শুরু করেছিল। বিষয়টি জানাজানি হতেই  দ্রুততার সহিত তাদের ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।  খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছেছেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। এছাড়াও হাসপাতালে উপস্থিত হয়েছে রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন শাহু। প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী ও তার পরিজনদের সাথে কথা বলেন। যদিও এ বিষয়ে ক্ষীরপাই হাসপাতালের বিএমওএইচ(BMOH)  নিরঞ্জন কুতি বলেন, বেশ কয়েকজন বমি করেছে প্রত্যেককেই নজরদারির মধ্যে রাখা হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।