এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জামাইয়ের বাইক থেকে পড়ে মৃত্যু শাশুড়ির

Published on: October 11, 2019 । 10:27 AM

নিজস্ব সংবাদদাতা: আজ ১১ অক্টোবর সকালে জামাইয়ের বাইকে করে বাড়ি ফিরছিলেন ঘাটাল শ্রীপুরের এই প্রৌঢ়া। জামাইয়ের বাড়ি হরেকৃষ্ণপুর থেকে বাইকে করে মনসাতলা যাচ্ছিলেন। দাসপুর থানার শ্রীরামনগরের সামনে বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম বাদলী দোলই(৫৮)। ঘাটাল শহর লাগোয়া শ্রীপুর মনসাতলায় বাড়ি। ছবিটি পাঠিয়েছেন দেবু মাইতি(মমতা অ্যাম্বুল্যান্স)।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad