এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

৭বছর পর ঘাটাল বিদ্যাসাগর স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক

Published on: July 16, 2020 । 8:27 AM

তৃপ্তি পাল কর্মকার: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত ঘাটাল মহকুমার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল’-এ স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে। প্রধান শিক্ষক হিসেবে যোগদান করবেন দাসপুর-২ ব্লকের খানজাপুর ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক পঙ্কজকুমার ভুঁইঞা। করোনা জনিত পরিস্থিতির জন্য যোগদান করতে কয়েক সপ্তাহ দেরি লাগবে। তবে আগস্ট মাসের মধ্যেই তিনি যোগদান করতে পারবেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ওই স্কুলে সর্বশেষ স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন দুলালচন্দ্র কর। তিনি ২০১৩ সালের ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। সেই থেকে ওই নামী বিদ্যালয়টিতে কোনও স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন না।বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক টিআইসি’র দায়িত্ব নিয়ে স্কুলটি চালাতেন। এবার ওই স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হলে  বিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে অনেক সুবিধে হবে বলে আশা করা হচ্ছে। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন, স্থায়ী প্রধান শিক্ষক আসার ব্যাপারে আমরা শিক্ষা দপ্তরের কাছ থেকে একটি চিঠি পেয়েছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad