এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পথ দুর্ঘটনা, মৃত১

Published on: November 26, 2019 । 8:35 AM

আজ ২৬ নভেম্বর ৮টা ২০ নাগাদ  দাসপুরের রামকৃষ্ণ আশ্রমের সামনে পথ দুর্ঘটনা। দাসপুরের রামকৃষ্ণ আশ্রমের সামনে পথ দুর্ঘটনা। মৃত যুবকের নাম সইব খান(৩৬)। দাসপুরের বকুলতলায় বাড়ি। ওই দুর্ঘটনা আরও একজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি হাওড়াগামী বাসের সঙ্গে ধাক্কা লেগে বাইকটি রাস্তায় পড়ে যায়। এরপর বাসের পিছনে থাকা একটি পিকআপ ভ্যান বাইক চালকের উপর দিয়ে চলে যায়। বাইক চালক মারা যান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad