এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নারী অধিকারের শপথ: বিদ্যাসাগরের জন্মস্থানে পালিত হল রোকেয়া দিবস, অঙ্গীকার যাত্রাকে সংহতি

Published on: December 9, 2025 । 5:36 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিনটি আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো নারীশিক্ষা ও নারীমুক্তির পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে। ‘অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটি, ঘাটাল’-এর আয়োজনে বীরসিংহের ঠাকুরদাস মঞ্চে রোকেয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।রাজ্যের বিশিষ্ট মহিলাদের উদ্যোগে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-র আহ্বানে ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শুরু হওয়া ‘অঙ্গীকার যাত্রা’কে সংহতি জানাতেই এই সভার আয়োজন করা হয়। নারীর মর্যাদা রক্ষা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং সমাজে নারীর নিরাপত্তার জোরালো দাবি ছিল এই অনুষ্ঠানের মূল সুর।সভার সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদুষী মান্না রোকেয়ার জীবন থেকে অনুপ্রেরণা তুলে ধরে বলেন, “আজও সমাজে মেয়েদের সম্মানজনক স্থান নিয়ে আক্ষেপ থেকে যায়।” তিনি অঙ্গীকার যাত্রার এই মহতী উদ্যোগ যাতে সফল হয়, এবং মেয়েরা যাতে সম্মানের সাথে ও বলিষ্ঠভাবে বাঁচতে পারে, তার জন্য মেয়েদের নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সিস্টার রিক্তা মাজী, বীরসিংহ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মীরা রায়, খড়ার গার্লস স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা রেশমী চক্রবর্তী, শিক্ষক তাপস মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক হরগোবিন্দ দলই এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও আইসিডিএস-এর প্রতিনিধিরা। বক্তৃতা ও আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরই ঠাকুরদাস মঞ্চ থেকে একটি মশাল নিয়ে বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত পদযাত্রা করেন সকলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিভা পাল। যুগ্ম সম্পাদক সিস্টার রিক্তা মাজী উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং আগামী ১২ ডিসেম্বর ঘাটালের পদযাত্রায় যোগদানের জন্য আহ্বান জানান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad