এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জয়রামচকে মাছের জালে চন্দ্রবোড়া,তারপর যা হল!

Published on: July 13, 2020 । 10:08 PM

নিজস্ব সংবাদদাতা:বর্ষার বৃষ্টির জমা জলে সপ্তাহের মধ্যেই জলা জমতে বংশ বিস্তার করে ফেলে পুঁটি,মৌরলা,ট্যাঙরার মতো কুচো মাছের পাশাপাশি শোল,ল্যাটা শিঙ্গি মাগুরও। মাছ ধরার আশায় জমিতে,মাঠের আলে জাল পাতে সারা মহকুমার সাথে দাসপুরের জয়রামচক এলাকারও মানুষ। কে জানত সেই মাছের জালেই জড়িয়ে উঠে আসবে প্রকান্ড চন্দ্রবোড়া?

বর্ষার বৃষ্টির সাথে তাল মিলিয়ে দাসপুর ঘাটাল চন্দ্রকোণা জুড়ে বেড়েছে সাপের আনাগোনা। স্থানীয় সংবাদের পর্দায় বারে বারে ভেসে উঠেছে সাপের ছবি। তবে বলতে ভালো লাগছে বছরের পর বছর ধরে প্রচারের ফল মিলেছে। সাপ দেখলেই আর লাঠি হাতে সাপকে আঘাত করে মেরে ফেলায় বিশ্বাসী নন গ্রামবাসী। এখন সাপ দেখলেই আগে বনদপ্তরে ফোন করেন এলাকাবাসী।
আজও তাই হল।


আজ সোমবার দাসপুরের জয়রামচকে মাইতি পাড়া এলাকার খালে মাছ ধরার জন্য পেতে রাখা জালে জড়িয়ে উঠে আসে চন্দ্রবোড়া আর সেই সাপ উদ্ধারে ডাক পড়ে বনদপ্তরের কর্মীদের। উদ্ধার হয় সাপ। গ্রামবাসীদের এ উদ্যোগকে কুর্নিশ বন্যপ্রাণী প্রেমীদের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা