এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহকুমা শাসকের নির্দেশে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসনিক আধিকারিক ও পুলিশ

Published on: May 10, 2023 । 3:20 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, আর কয়েক ঘন্টার অপেক্ষা। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তারপর বিয়ের পিঁড়িতে বসবে কনে। এর মাঝখানেই হাজির প্রশাসন। সাবালিকা হতে এখনও দুই মাস বাকি তাই বিয়ের মাঝপথে এসেই বিয়ে বন্ধ করলেন প্রশাসনের আধিকারিকরা।

ঘটনা চন্দ্রকোনা-১ ব্লকের তাতারপুর গ্রামে। তাতারপুর গ্রামের বাসিন্দা সন্টু মণ্ডল পেশায় কৃষক, আজ তাঁর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। নাবালিকা মেয়ের বিয়ের খবর পৌঁছে যায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে। মহকুমা শাসকের নির্দেশে চন্দ্রকোনা-১ ব্লকের ব্লক প্রশাসনের আধিকারিক ও চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে যায় নাবালিকার বাড়িতে। সমস্ত তথ্য খতিয়ে দেখে জানা যায় নাবালিকা মেয়েটির সাবালিকা হতে এখনও দু’মাস বাকি আছে। তাই সরকারি নিয়ম অনুযায়ী নাবালিকার বিয়ের বন্ধ করল ব্লক প্রশাসনের আধিকারিকরা। ওই নাবালিকার পরিবারের সকল সদস্যকে বুঝিয়ে তাদের মুচলেকা লিখিয়ে নিয়ে বিয়ে বন্ধ করলেন প্রশাসনের আধিকারিকরা। এমনকি পরিবারের সদস্যদের প্রশাসনের তরফ থেকে জানানো হয়  সরকারি নিয়মকে তোয়াক্কা না করে, নাবালিকার বিয়ের ব্যবস্থা করলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা