দাসপুরে সরস্বতী পুজোর দিন ভর দুপুরে বৃদ্ধার সোনার হার ছিনতাই

শ্রীকান্ত ভুঁইঞা: আজ সরস্বতী পুজোর বিশেষ দিনে আবারও ছিনতাই ঘটনা দাসপুর থানার লক্ষ্মণচক গ্রামে দুই বৃদ্ধা বসে গল্প করছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে গিয়ে একবৃদ্ধার গলা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের সোনার হার ছিনতাই করে নেয়। বেলা ১২ নাগাদ ঘটনাটি ঘটে। তারপরই দুই বৃদ্ধা চিৎকার শুরু করেন। স্থানীয় কিছু যুবক রাস্তা অনুসরণ করে দুষ্কৃতীদের বাইকের পিছু নেয়। কিন্তু হদিশ পাওয়া যায়নি।
গজমতিদেবীর সঙ্গে গল্প করছিলেন কিশোরী ধাড়া। তাঁর হারটি প্রথমে ছিনতাই করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা।
ওই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি তারা জেনে তদন্ত শুরু করেছে। •ভিডিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/