প্রশান্ত দোলই, স্থানীয় সংবাদ ঘাটাল: বাড়ি থেকে ঝুলন্ত [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]দেহ উদ্ধার হল সোনাখালি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রূপসা মাজি(১৬)। রূপসার বাড়ি শয়লাতে। আজ ২৮ এপ্রিল সকালে তার বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রূপসা সর্বক্ষণ মোবাইল ফোন হাতে নিয়ে ব্যস্ত থাকত। বিষয়টি বাড়ির লোকেরা মেনে না নিতে পেরে তাকে প্রায়ই বকাবকি করত। সেই কারণেই রূপসা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। একই কারণে ওই থানার মজলিসপুরের বাসিন্দা সাগরপুর বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বর্ষা দোলই(১৮) ২০ এপ্রিল আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। আবারও প্রশ্ন উঠছে, সন্তানেররা যাই করুক তাহলে কি তাদের বকাবকি করা যাবে না?
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।





