ক্ষুধার্ত মানুষের জন্য নৈশভোজের ব্যবস্থা ঘাটালের মহকুমাশাসকের

লকডাউনের জন্য বন্ধ হয়েছে যানচলাচল! হোটেল গুলি বন্ধ থাকার ফলে ঘাটাল পাঁশকুড়া সড়কের দুই ধারে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিন রাজ্যের পন্যবাহী লরি৷ পেটের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে লকডাউনে আটকে পড়ে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে যান চালকদের!

রবিবার ওই সকল অসহায় মানুষদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করলেন ঘাটালে মহকুমাশাসক অসীম পাল৷ মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের নেতৃত্বে ১২ এপ্রিল রাতে ঘাটালের বিভিন্ন প্রান্তে লকডাউনে আটকে পড়া প্রায় শতাধিক যান চালক ও গাড়ির খালাসিদের খিচুড়ি বিতরণ করা হয়।

একই সাথে ঘাটাল মহকুমা হাসপাতালে অপেক্ষারত রোগীর পরিজনদের খাওনোর ব্যবস্থা করেন মহকুমাশাসক৷
এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেওয়ার এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন মহকুমাবাসী৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!