রান্নার গ্যাসের আগুনে ভস্মীভূত হল মহকুমার তিনটি বাড়ি

রিয়া দাস: সারাদেশ জুড়ে যখন করোনা জেরে লকডাউন চলছে তার মাঝে বৃহস্পতিবার মহকুমায় তিনটি বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। প্রথম ঘটনাটি ঘটেছে দাসপুর থানার নাড়াজোল এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার মনসাতলায় পুলিশ সূত্রে জানানো হয়েছে অগ্নিকাণ্ড দুটি গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে ঘটেছে।
দাসপুর থানার নাড়াজোল এর বঙ্কিম মাঝির বাড়িতে এদিন বেলা ১১টা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে বাড়িতে আগুন লাগে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার আগে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় এবং বাড়ির বেশকিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক। অন্যদিকে চন্দ্রকোণা-১ নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবক সন্তু কুমার ঘোষ বলেন, গোবিন্দ সাঁতরার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লাগলে প্রথমে ওই বাড়িতে এবং পরে প্রতিবেশী লক্ষীরাম সরেন এর বাড়িতেও ছড়িয়ে যায় দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পরিবার দুটিকে ত্রিপল ও খাবার দিয়ে সাহায্য করা হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad