এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহিলা ফুটবল দেখতে কৌতূহলী মানুষের ভিড় দাসপুরে

Published on: February 24, 2021 । 7:43 PM

অর্পিতা মণ্ডল: টান-টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল দাসপুরের মহিলা ফুটবল প্রতিযোগিতা। আজ ২৪ ফেব্রুয়ারি দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসানে ভীমপুজো উপলক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলাতে শালবনী মহিলা একাদশ ও হাওড়া মহিলা এলাদশ অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের মধ্যে মানস সামন্ত, সমীর সামন্ত ও শান্তনু মণ্ডল বলেন, চূড়ান্ত খেলায় দুই-এক গোলে শালবনী এলাদশকে হারিয়ে হাওড়া মহিলা একাদশ জয়লাভ করে। এদিনের প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের অধ্যাপক সুজিতকুমার মণ্ডল, ব্রাহ্মণবসান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস মাইতি। আজকের এই মহিল ফুলবল টুর্নামেন্টকে ঘিরে ব্রাহ্মণবসানসহ পাশাপাশি কয়েক গ্রামের ক্রীড়ামোদি মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। আর মহিলা ফুটবল হওয়ায় গ্রামাঞ্চলের প্রথা ভেঙে মহিলারা এদিনের খেলা দেখার জন্য ভিড় করেন। •ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।