চোলাই মদ রুখতে ঘাটালের খড়কপুরে মহিলাদের অভিযান:ব্যর্থ প্রশাসন?

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল:  মদের রমরমা কারবারে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসীরা। ঘাটাল থানার খড়কপুরের মহিলাদের একটি টিম একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে নাতে। বহুদিন যাবৎ চোলাই মদের রমরমা কারবার চলছিল এই এলাকায়। চোলাই মদের হোম ডেলিভারির ব্যবস্থাও নাকি ছিল।

ফলত গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছিল, কমবয়সী ছেলেরাও নতুন করে নেশাগ্রস্ত হতে শুরু হচ্ছিল।নতুন প্রজন্ম ধ্বংস পথে,ঘরে ঘরে কান পাতলে স্ত্রীদের কান্নার আওয়াজ ভেসে আসত। আজ সেই মহিলারাই একজোট হয়ে ফিডিং সেন্টার থেকে বেরার ঘাট সংলগ্ন চোলাই মদের কারবারিদের ঘিরে ধরেন ও আটক করে রেখে শেষে পুলিশের হাতে তুলে দেন রমা মাইতি।তনুশ্রী সামন্ত সহ অন্যান্য মহিলারা জানান মদের কারবার উচ্ছেদ করতে বারে বারে অভিযান চালানো হবে।স্বাভাবিকভাবেই খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।