নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের কুশপাতার ১৭ নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট করা অভিযোগ উঠেছে। আজ ২৭ জুন রবিবার সরকারি অফিস ছুটি থাকার জন্য লুকিয়ে ওই পুকুরটি ভরাট করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এবিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












