এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল জুড়ে আমন ধান চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের

Published on: July 26, 2021 । 8:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: জুড়ে আমন ধান চাষে দেখা দিয়েছে জল সংকট,সেচের জলে চলছে আমন ধান রোপনের কাজ। আর্থিক সংকটের মুখে ঘাটালের কৃষকেরা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির কথা ঘোষণা হলেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ঘাটাল মহকুমার চন্দ্রকোণা, ঘাটালের ধান চাষিরা। শুরু হয়েছে আমন ধান রোপনের ভরপুর মরশুম কিন্তু মেঘলা আকাশ থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি নেই, সেই পরিমাণে বৃষ্টি না হওয়ায় বর্ষাকালে পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে চলছে ধান চাষ। বর্ষার প্রথমে প্রচুর বৃষ্টি হলেও এখন আমন ধান রোপনের সময় দেখা দিয়েছে জল সংকট। দূর থেকে বহু টাকা খরচ করে সেচের মাধ্যমে চলছে আমন ধান রোপনের কাজ। বর্ষায় ভূগর্ভস্থ জল তোলার কারণে যেমন একদিকে পানীয় জলের সংকট বাড়বে অন্যদিকে কৃষকেরা আর্থিক সংকটেও পড়েছেন। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর ধান চাষের খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই। তাই বলাই যায় আর্থিক সংকটের মুখে কৃষকেরা।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।