ঘাটালে বেহাল রাস্তা সারানোর জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি তুলল যাত্রী পরিবহণ কমিটি

রবীন্দ্র কর্মকার: ঘাটাল থেকে পাঁশকুড়া এবং ঘাটাল- রাণীচক রাস্তার বেহাল দশা। ভাঙা রাস্তা সারানো সহ আরও কিছু দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ঘাটাল-রানিচক পরিবহণ যাত্রী কমিটি।

আজ ৬ সেপ্টেম্বর এই কমিটির সদস্যরা ও পার্শ্ববর্তী রুটের যাত্রীরা একযোগে স্মারকলিপি জমা দেন। ওই যাত্রী কমিটির যুগ্ম সম্পাদক তাপসকুমার মিশ্র ও জগদীশ মণ্ডল অধিকারী বলেন, ঘাটাল-পাঁশকুড়া সড়কটি বর্তমানে মরণকূপে পরিণত হয়েছে। এই সড়কটি সারানো ও পিচ রাস্তা লাগোয়া বিদ্যুতের খুঁটি সরানোর দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে স্মারক জমা দেওয়া হয়েছে। জগদীশবাবু বলেন, বহু আন্দোলন করার ফলে ঘাটাল থেকে রাণীচক পিচ রাস্তাটি সম্প্রতি সারানো হয়েছিল। কিন্তু সারানোর কিছুদিনের মধ্যেই আবার ভেঙেচুরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে নিত্য দুর্ঘটনা লেগেই রয়েছে। ওই কমিটির সভাপতি পরেশ অধিকারী বলেন, ঘাটাল-রাণীচক রাস্তাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে দশ কিলোমিটার। ২০০৩ সালে এই সম্পূর্ণ রাস্তাটিই পিচ করার কথা থাকলেও তা হয়নি। ৭ কিলোমিটার পিচ হয়ে বাকি অংশটি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। আজ প্রায় দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও বাকি অংশটি পিচ হয়নি। তার ওপর কিছু ব্যবসায়ী রাস্তার দুধারে ইট, বালি, চিপস্, কাঠ ইত্যাদি ফেলে রেখে রাস্তার অর্ধেক অংশ দখল করে রেখেছে। ওই রাস্তার কপাটিয়া-সামুইহাল ও গোপমহল-প্রতাপপুর রাস্তাদুটির কাজ তদারকি করে রাস্তার গুণগত মান বজায় রাখার জোরালো দাবি তোলা হয়েছে এদিনের ডেপুটেশনে। এছাড়াও ঘাটাল কলেজমোড় বাসস্টপের যাত্রী প্রতিক্ষালয়টির মেরামতি ও তার বিপরীতে আরও একটি যাত্রী প্রতিক্ষালয় নির্মাণের দাবি তোলা হয় বলে যাত্রী কমিটির পক্ষ থেকে জানানো হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।