প্রশাসনিক দপ্তরে স্যানিটাইজার ডিসপেন্সার বসাল ‘থার্ড আই’

রবীন্দ্র কর্মকার: করোনা মহামারির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছেন চিকিৎসক, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সাংবাদিকরা। সেই সমস্ত করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে  তাঁদের নিরাপত্তার জন্য বিনামূল্যে স্যানিটাইজার মেশিন ও পকেট পিপি প্রদান করল ঘাটালের ‘থার্ড আই’ সংস্থা। ওই সংস্থার সিইও অংশুমান রানাএবং ম্যানেজিং ডিরেক্টর দেবরূপ দাস কর্মকার বলেন, আমরা ঘাটালের এসডিও এবং বিডিও অফিসে বিনামূল্যে স্যানিটাইজার ডিসপেন্সার বসানোর ব্যবস্থা করেছি। শীঘ্রই ঘাটাল মহকুমার সমস্ত বিডিও অফিসে, থানাতে এবং ঘাটাল মহকুমা হাসপাতালে এই মেশিনটি বিনামূল্যে বসানোর ব্যবস্থা করব। অংশুমানবাবু বলেন, আজ ৯ জুলাই আমরা ঘাটাল মহকুমার প্রথম শ্রেণীর সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের মাস্ক, রেনকার্ড, স্যানিটাইজার, পেন সহ একটি করে পকেট পিপি প্রদান করে সাংবাদিকদের সম্মান জানাই। উল্লেখ্য, এই থার্ড আই সংস্থাটি ভারতীয় প্রযুক্তির বিভিন্ন ধরনের হার্বাল হ্যান্ড স্যানিটাইজার, অটোমেটিক স্যানিটাইজার মেশিন, স্যানিটাইজার গেট তৈরি ও সার্ভিস দিয়ে থাকে।  যোগাযোগ: 9800057600  

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!