আজ থেকে ঘাটাল মহকুমার যে সমস্ত এলাকা কনটেন্টমেন্ট জোনের আওতায় পড়ল

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকাকে কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। ওই সব কনটেন্টমেন্ট জোনে বিধিনিষেধ বহাল থাকবে এবং সেই বিধিনিষেধ মেনে চলতে হবে এলাকার বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ড. রশ্মি কমল ঘাটাল মহকুমার মধ্যে কেবল মাত্র ঘাটাল থানার কয়েকটি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। দেখে নেওয়া যাক কোন কোন এলাকা পড়ছে কনটেন্টমেন্ট জোনের আওতায়। ৮জুলাই থেকে থেকে কার্যকরী হবে।
ঘাটাল শহরের দূরভাষ পল্লি:কুশপাতার পেট্রোল পাম্প থেকে কুশপাতা মোড়(ঘাটাল-পাঁশকুড়া সড়কের পশ্চিম দিক)। শিলাবতী পল্লি, কুশপাতা: ঘাটাল কলেজ থেকে কুশপাতা শীতলা মন্দির( রাইমণি রোডের পশ্চিম দিক)।  নিশ্চিন্দীপুরের মণ্ডল পাড়া: নিশ্চিন্দীপুরের দুধের বাঁধ থেকে নিশ্চিন্দীপুর স্কুল। হাপাত্র পাড়া: কোন্নগরের ইরিগেশন অফিস থেকে মহাপাত্র পাড়া। কৃষ্ণনগর: কৃষ্ণনগর বেরা পাড়া থেকে ভারতী সিনেমা হল। গোবিন্দপুর: গোবিন্দপুর দক্ষিণ পাড়া (কৃষ্ণমন্দির)। দলপতিপুর: দলপতিপুরের নব প্রাথমিক বিদ্যালয় থেকে পাত্র পাড়ার মনসা মন্দির। কুশমান দোলই পাড়া: কুশমান শিব মন্দির থেকে কুশমান স্মৃতি সংঘ। আজ ৯ জুলাই  আবার ঘাটাল থানার হরিদাসপুর গ্রাম এবং ঘোলা বাজার এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad