এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আজ ঘাটালজুড়ে সম্পূর্ণ লকডাউন, পুলিশকে দাবাং এর ভূমিকায় দেখতে চান অনেকেই

Published on: July 25, 2020 । 6:03 AM

মনসারাম কর: চলতি সপ্তাহের আজ শনিবার। পশ্চিমবঙ্গ সরকারের পূর্বঘোষনা মত আজ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গোটা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাজুড়ে  জারি থাকছে পূর্ণাঙ্গ লকডাউন বিধি। গন্ডিবদ্ধ এলাকাগুলিতে ৩১ জুলাই পর্যন্ত সম্পূর্ণভাবে লকডাউন জারি করা হয়েছে।  জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। ভাইরাস সংক্রমণের চেন ব্রেক করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। প্রসংগত ঘাটাল মহকুমাতে করোনা আক্রান্তের তালিকা দিন দিন বেড়েই চলেছে। তবে লকডাউন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাক পুলিশ প্রশাসন এটাই চাইছেন অনেকে। আজ সারাদিন লকডাউন সফল করতে পুলিশকে দাবাং এর ভূমিকায় দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।