এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম, তবুও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় কমলেন্দু

Published on: July 18, 2020 । 8:32 PM

তনুপ ঘোষ: চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের ছাত্র কমলেন্দু দিণ্ডা এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নাম্বার পেয়ে রাজ্যে নবম স্থান দখল করেছে। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান কমলেন্দু। চন্দ্রকোনার এক হিমঘরের সামান্য বেতনের কর্মী ছিলেন কমলেন্দুর বাবা কালিপদ দিন্ডা। আজ একবছর ধরে সেই স্টোর বন্ধ। ফলে কর্মহীন অবস্থায় অত্যন্ত কায়ক্লেশে সংসার চলে পরিবারটির। যেহেতু পৌর এলাকায় বাড়ি তাই মা বাবার জব কার্ডও নেই। ফলে বর্তমানে ঠোঙা তৈরি করে সংসার চালাতে হয় পরিবারটিকে। কমলেন্দুও পড়ার ফাঁকে ফাঁকে মা সুতপাদেবীকে ঠোঙা তৈরিতে সাহায্য করত। কমলেন্দু বাবা মার একমাত্র সন্তান। পড়াশোনায় বরাবরের মেধাবী কমলেন্দুর অভাবনীয় রেজাল্টে খুশিতে চোখে জল মা বাবার। আগামী দিনে ফিজিক্স নিয়ে গবেষনা করার ইচ্ছে কমলেন্দুর।
এই আর্থিক পরিস্থিতিতে ছেলের স্বপ্ন কতটা কি বাস্তবায়িত হবে জানেন না কমলেন্দুর মা বাবা। কমলেন্দুর প্রত্যেক বিষয়ের নাম্বারগুলি হল, বাংলা-৯১, ইংরেজি ৯৬, ফিজিক্স ৯৯, কেমিস্ট্রি ৯৯, ম্যাথ ৯৮, বায়োলজি ৯৯।কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান দরিদ্র পরিবারের এই মেধাবী ছাত্রের পাশে থাকতে চাইলে যোগাযোগ করুন ৯১৫৩০১২১২৩ এই নাম্বারে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]