প্রজাতন্ত্র দিবসের দিন ঘাটাল বিদ্যাসাগর মাঠে ৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এন সি সি ইউনিটেডের ছাত্ররা সার্জিক্যাল স্ট্রাইকের অভিনয় করে জঙ্গি নিধন করল। আর সেই বিশেষ অনুষ্ঠান দেখতে ঘাটালবাসীর ভিড় জমল।
ঘাটাল কলেজের এন সি সি ইউনিট ‘জঙ্গি নিধন’ করল
By সৌমেন মিশ্র
Published on: January 28, 2020 । 6:18 PM








