এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জগন্নাথপুরে পথশ্রী অভিযান প্রকল্পের ঢালাই রাস্তার সূচনা

Published on: October 11, 2020 । 8:03 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুরের জগন্নাথপুরে পথশ্রী অভিযান প্রকল্পের ঢালাই রাস্তার সূচনা হল। আজ ১১ অক্টোবর দাসপুর-২ ব্লকের খুকুড়দহ জিপির জগন্নাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় মদন দাসের বাড়ি থেকে বিশ্বনাথ মাইতির বাড়ি পর্যন্ত অসম্পূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। সেই বেহাল রাস্তাটি মুখ্যমন্ত্রীর ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ কংক্রিট করার উদ্যোগ নেওয়া হয়। আজ উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লকের জয়েন বিডিও পরিমল সাহু, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত, গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল প্রমুখ। একই সঙ্গে বহু মানুষের উপস্থিতিতে ফিতে কেটে রাস্তাটির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রীর পথশ্রী অভিযানের আওতায় দীর্ঘদিনের এই অসম্পূর্ণ রাস্তাটি নতুন করে আবার শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী থেকে নিত্য পথচারীরা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/