লকডাউনে অনেকেই খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে তবে তাদের মধ্যে কতিপয় সংস্থা রয়েছে যাদের মধ্যে আবার দাসপুরের প্রয়াস অগ্রগন্য যারা শুধু খাদ্য নয়,এই লকডাউনে সমাজের পিছিয়ে পড়া শ্রমিক শ্রেনীর মানুষের দৈনন্দিন এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর উপরও জোর দিয়েছে।
দাসপুরের বাসুদেবপুর,বৈকুণ্ঠপুর এলাকার মহিলাদের হাতে প্রয়াসের মহিলা সদস্যরা স্যানিটারি ন্যাপকিন এবং সাবান তুলে দিলেন। প্রয়াসের এই উদ্যাগে আপ্লুত ওইসব এলাকার মহিলারা।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








