এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নবমীর রাতেও ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দাসপুরের দুই বাইক আরোহী

Published on: October 7, 2019 । 11:52 PM

আজ সোমবার নবমীর রাতেও ভয়াবহ পথ দুর্ঘটনা। গুরুতর জখম দুই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল ঘাটাল হাসপাতালে।

ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হোসেনপুরে আজ রাত ১০টা নাগাদ একটি বাইক দাসপুরের দিক থেকে নাড়াজোলের দিকে যাবার সময় রাস্তার ধারের এক মিষ্টি দোকানের কঙ্ক্রীটের সিঁড়িতে ধাক্কা দিলে বাইকের চালক সহ সওয়ারী মাথায়,পায়ে,হাতে যথেষ্ট চোট পেলে স্থানীয় ও কর্তব্যরত মোবাইল পুলিসের সহায়তায় দ্রুত ঘাটাল হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর জখম দুই বাইক আরোহীরা হলেন তন্ময় দোলই ও রাজকুমার দাস। তন্ময়ের বাড়ি রামগড়ে এবং রাজকুমারের বাড়ি কুরানে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭