শিলাবতী নদীর জলে বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে মাছ,মাছ ধরতে ভীড় স্থানীয়দের

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের কালাকড়ি,গোপালপুর, ছোটআকনা এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ চন্দ্রকোনা শিলাবতী নদীর জলে কেউ বা কারা মিশিয়েছে বিষ। শিলাবতী নদীর জলে বিষক্রিয়ার ফলে বিষের জ্বালায় ছোটকে বেড়াচ্ছে মাছ। নদির জলে মাছ ধরতে ভিড় এলাকাবাসীর। নদীর জলে বিষক্রিয়ার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় মানুষ ব্যবহার করতে পারছেন না নদীর জল। স্থানীয় মানুষের দাবী শিলাবতী নদীর জলে বিষ দেওয়ার ঘটনার সাথে যুক্ত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।

এবিষয়ে চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি আমাদের জানান পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]