সোমেশ চক্রবর্তী: অতিরিক্ত টিভি দেখতে নিষেধ মায়ের, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দশম শ্রেনীর ছাত্রী। ১ জানুয়ারি রাত ৮ টায় ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার মোহনপুর গ্রামে। প্রিয়াঙ্কা মণ্ডল নামে লছিপুর বীনাপানি হাইস্কুলের ওই ছাত্রী পড়াশোনায় বরাবরই ভালো। সে এই বছরই দশম শ্রেণীতে উঠেছে। বিষেশ সূত্রে জানা গেছে, রাত ৮ টার সময় টিভি দেখার সময় প্রিয়াঙ্কার মা পড়াশোনার কথা বলতেই সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পড়াশোনার বিষয়ে পরিবারের মা-বাবাও বরাবরই সচেতন। প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে অনেক সময় নিজে স্কুলে দিতে ও নিতে যেতেও যেতেন।প্রিয়াঙ্কার বাবা একজন ধান ব্যবসায়ী। লছিপুর মোড়ে একটি ধানের গোলাও রয়েছে। প্রিয়াঙ্কার মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











