কলকাতায় নিজের বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন দাসপুর থানার আনন্দগড়ের সদানন্দ অধিকারী(২৮)। মৃতের পিতা হারাধনবাবু জানান,আজ ৫ অক্টোবর সোমবার কোলকাতা থেকে ফোনে ছেলের আত্মহত্যার কথা জানানো হয়। এদিন দুপুর ২টার পর তাঁর ছেলে নিজের বাসায়ই আত্মহত্যা করেন বলে হারাধনবাবু ফোনে জানানো হয়েছে। তিনি আরও জানান,কলকাতায় কেবল লাইনের কাজ করত তাঁর ছেলে। তবে ঠিক কী কারণে ছেলের মৃত্যু ভাবতে পারছেন না সন্তানহারা পিতা। এ বিষয়ে তিনি দাসপুর পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলে সূত্রের খবর।
এই মুহূর্তে
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র, বিশিষ্ট সাংবাদিক
এই সময় যদি ভোটে দাঁড়াতেন রবীন্দ্রনাথের দেশনায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ? এক...