এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভূমিদাতার আবক্ষ মূর্তি বসল দাসপুরের রানা গ্রামে

Published on: July 18, 2020 । 9:52 PM

মৌসুমী মুখোপাধ্যায়: দাসপুর ২ ব্লকের রানা গ্রামের বাসিন্দা শক্তিপদ চক্রবর্তী জীবদ্দশায় দান করেছিলেন ভূমি। সেই দান করা জমির ওপর গড়ে উঠেছে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, শীতলা মন্দির ও আটচালা।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ৮৪ বছর বয়েসে লোকান্তরিত হয়েছেন শক্তিপদবাবু। কিন্তু রানা গ্রামের মানুষ তাকে মনে রেখেছে। তাই রানা শীতলা পুজো কমিটি ও রানা অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে আজ শক্তিপদবাবুর আবক্ষ মূর্তি বসানো হল রানা গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গণে। মূর্তির আবরণ উন্মোচন করেন গ্রামের বর্ষীয়ান তথা শীতলা পুজো কমিটির সদস্য শ্যামাপদ অধিকারী।
এই উপলক্ষ্যে কিছু অনুষ্ঠান হবার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শক্তিপদবাবুর জামাই তথা রানা গ্রামের বাসিন্দা তপন মুখোপাধ্যায়। তবে আজ মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে ৬১জন রক্তদাতা রক্ত দিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।