রবীন্দ্র কর্মকার: দাসপুর থানা এলাকায় আবার চুরি। গত রাতে বাড়ির চিলে ছাদ দিয়ে ঢুকে আলমারি ভেঙে চুরি গেল নগদ টাকা ও গয়নাগাটি। দাসপুর থানার দুবরাজপুর গ্রামের লক্ষ্মণ মাইতির বাড়িতে ওই চুরির ঘটনটি ঘটেছে বলে আজ ১৩ জানুয়ারি সকালে জানা গিয়েছে। লক্ষ্মণবাবুর বাড়িতে রঙের কাজ চলছে সেই সুযোগে এই চুরির ঘটনাটি ঘটে বলে জানান ওই পরিবারের লোকজন। গত রাতেই লক্ষ্মণবাবুর বাড়ি থেকে ৩০০ মিটার দূরে গোপালপুর গ্রামের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপিতে চুরি হয় বলে জানা গিয়েছে।
পাঁচিল টপকে জানালার কার্নিশ বেয়ে ছাদে উঠে চিলে কোঠার এই ফাঁক দিয়ে চোর ঢুকেছে বলে অনুমান করছেন বাড়ির লোকজন। দেয়ালে চোরের হাত ও পায়ের টাটকা ছাপে অন্তত এটাই স্পষ্ট। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নির্বিঘ্নেই চুরি করে পালায় দুষ্কৃতী।
ওই রাতেই পাশের গ্রাম গোপালপুরের ভীমতলায় এলাহাবাদ ব্যাঙ্কের একটি কাস্টমার সার্ভিস পয়েন্টের দরজার তালা ভেঙে এবং ভেতরের আলমারি ভেঙে চুরি করার চেষ্টা করা হয় বলে জানান ওই সি.এস.পির কর্ণধার মনোজ প্রসাদ। যদিও আলমারিতে সেরকম কিছু না থাকায় কিছু খোয়া যায়নি।
আপাত শান্ত এইসব এলাকায় এই চুরির ঘটনায় রীতিমত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দিনদিন যেভাবে চুরি ও খুনের ঘটনা ঘটছে তাতে অবিলম্বে রাতে পুলিশি টহলদারির ব্যবস্থা করা প্রয়োজন। •ভিডিও
চিলে ছাদের ফাঁক দিয়ে ঢুকে আলমারি ভেঙে চুরি দাসপুরের দুবরাজপুরে
Published on: January 13, 2021 । 4:49 PM








