ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা

স্থানীয় ➤ ‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন
ঘাটাল পুরসভা মোট ওয়ার্ড ১৭টি: ওয়ার্ড-১(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত):ঝর্ণা পাখিরা দোলই, ওয়ার্ড-২(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত):বাসন্তী সিংহরায়, ওয়ার্ড-৩(অসংরক্ষিত): তুহিনকান্তি বেরা, ওয়ার্ড-৪(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): ডেভিড সাহা, ওয়ার্ড-৫(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): মৃদুলা দত্ত ,ওয়ার্ড-৬(অসংরক্ষিত):শ্যামলেন্দু মণ্ডল, ওয়ার্ড-৭(অসংরক্ষিত):শুভাশিস মাইতি, ওয়ার্ড-৮(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): প্রভাতী জানা, ওয়ার্ড-৯(অসংরক্ষিত): স্বরূপ সানকি, ওয়ার্ড-১০(অসংরক্ষিত): কিশোর দোলই, ওয়ার্ড-১১(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত):গীতা অধিকারী, ওয়ার্ড-১২(অসংরক্ষিত): স্বপন মালিক, ওয়ার্ড-১৩(অসংরক্ষিত): বিভাসচন্দ্র ঘোষ, ওয়ার্ড-১৪(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত): বন্দনা পাখিরা, ওয়ার্ড-১৫(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত):সুপ্রভা ঘোষ, ওয়ার্ড-১৬ (অসংরক্ষিত): অজিতরঞ্জন দে এবং ওয়ার্ড-১৭(অসংরক্ষিত): অনুপ চক্রবর্তী । খড়ার পুরসভা মোট ওয়ার্ড ১০টি: ওয়ার্ড-১(অসংরক্ষিত): গণেশ বাগ, ওয়ার্ড-২(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): বাসন্তী হাজরা, ওয়ার্ড-৩(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): রাজীবলোচন কোলা, ওয়ার্ড-৪(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): তাপস গঙ্গোপাধ্যায়, ওয়ার্ড-৫(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত): কল্যাণী সিং, ওয়ার্ড-৬(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): পূর্বা ভুঁইয়া, ওয়ার্ড-৭(অসংরক্ষিত): অদ্যুৎ মণ্ডল, ওয়ার্ড-৮(অসংরক্ষিত): অরূপকুমার রায়, ওয়ার্ড-৯(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): রীনা জানা এবং ওয়ার্ড-১০(অসংরক্ষিত): সন্ন্যাসী দোলই। ক্ষীরপাই পুরসভার মোট ওয়ার্ড ১০টি:ওয়ার্ড-১(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত): সমাপ্তি পণ্ডিত, ওয়ার্ড-২(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): পাপিয়া রায়,ওয়ার্ড-৩(অসংরক্ষিত):বীরেশ্বর পাহাড়ি, ওয়ার্ড-৪(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): অন্তরা সাহা, ওয়ার্ড-৫(অসংরক্ষিত): মানস অধিকারী, ওয়ার্ড-৬(তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত): বিমলেন্দু কিসকু, ওয়ার্ড-৭(অসংরক্ষিত): আল্পনারানি পাত্র, ওয়ার্ড-৮(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত): মালতী দাস, ওয়ার্ড-৯(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): নিতাই চন্দ্র সিং এবং ওয়ার্ড-১০(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): বিকাশ দাস। চন্দ্রকোণা পুরসভার মোট আসন ১২টি: ওয়ার্ড-১(অসংরক্ষিত): অভিজিৎ রায়, ওয়ার্ড-২(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত):প্রতিমা পাত্র,ওয়ার্ড-৩(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): বনশ্রী সাহা, ওয়ার্ড-৪(অসংরক্ষিত):গোবিন্দ দাস, ওয়ার্ড-৫(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): বিলু মান্না, ওয়ার্ড-৬ (অসংরক্ষিত):সৌরভ চক্রবর্তী, ওয়ার্ড-৭(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত):সুনিতা খাঁড়া, ওয়ার্ড-৮(অসংরক্ষিত): মেনোকা ধাড়া, ওয়ার্ড-৯(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): সমর দোলই, ওয়ার্ড-১০(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত):সোমা চৌধুরী কোলে, ওয়ার্ড-১১(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত):অর্চনা ধাড়া এবং ওয়ার্ড-১২(অসংরক্ষিত): প্রদীপ সাঁতরা।রামজীবনপুর পুরসভার মোট আসন ১১টি: ওয়ার্ড-১(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত):পম্পা দত্ত, ওয়ার্ড-২(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত):শিবপ্রসাদ ঘোড়ই, ওয়ার্ড-৩(অসংরক্ষিত): কল্যাণ রানা তেওয়ারি, ওয়ার্ড-৪(তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত): শম্ভুনাথ দাস, ওয়ার্ড-৫(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): শিউলি ভট্টচার্য সিং,ওয়ার্ড-৬(অসংরক্ষিত): নির্মল চৌধুরী, ওয়ার্ড-৭(অসংরক্ষিত): উত্তম চৌধুরী, ওয়ার্ড-৮(তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত): প্রতিমা সিং, ওয়ার্ড-৯(সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত): মানবিকা সামুই,ওয়ার্ড-১০(অসংরক্ষিত): জয়ন্ত আশ এবং ওয়ার্ড-১১(অসংরক্ষিত): সুজিতকুমার পাঁজা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।