জেলার গর্ব বাংলা ভাষার বর্ণপরিচয়ের শ্রষ্টা পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে বিদ্যাসাগরকে অভিনবভাবে নিজের শিল্প সৃষ্টিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিদ্যাসাগরেরই ঘাটালের চিত্র শিল্পী সুমিত বাঙ্গাল। শনিবার ২৬ আগষ্ট বিদ্যাসাগরের জন্মদিবসে সুমিত বাবু শুধুমাত্র পেন্সিলের ছিলকা দিয়ে বিদ্যাসাগরের এই অবয়ব সৃষ্টি করে তাক লাগিয়ে দিলেন।
বিদ্যাসাগরের জন্মদিনে ঘাটালের শিল্পীর অভিনব সৃষ্টি
By সৌমেন মিশ্র
Published on: September 26, 2020 । 7:00 PM













