এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ডিওয়াইএফআইয়ের রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ

Published on: July 14, 2019 । 9:19 PM

শ্রীকান্ত ভুঁইয়া: আজ ১৪ জুলাই দাসপুর-১ ব্লকের ডিওয়াইএফআই কলোড়া লোকাল কমিটির উদ্যোগে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী মৃগেন্দ্রনাথ ভট্টাচার্যের প্রয়ান দিবসে শৌলান (সরবেড়িয়া)বাজারে রক্তদান শিবির ও চারাগাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিওয়াইএফআইয়ের পশ্চিমমেদিনীপুর জেলা সম্পাদক সুমিত অধিকারী। রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৭০জন রক্তদান করেন।
প্রত্যেকটি রক্তদাতাকে রক্তদান শেষে গাছ উপহার দেওয়া হয়। এছাড়াও রক্তদান শিবিরের শেষে একটি স্বরনসভার আয়োজনও করা হয় স্মরণ সভায় সিপিআইএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তরুণ রায়, দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী প্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।