এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নবীন মানুয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন

Published on: January 30, 2019 । 9:01 AM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর-২ ব্লকের নবীন মানুয়ার পাখিরা পাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হল। ২৯ জানুয়ারি ২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহকারী সভাপতি আশিস হুদাইত, গৌরা গ্রামপঞ্চায়েতে প্রধান বিভাকর পাল, উপপ্রধান সুশান্ত রায় প্রমুখ। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির  সামনে  ফুলের বাগান এবং দোলনা সহ বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের খেলনা রয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির স্থাপনের মূল  উদ্যোক্তা গৌরা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন  শিল্প পরিকাঠামোর সঞ্চালক সুশোভন সামন্ত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।