- Inline advertisement -

দলনেত্রীর ১৯ জানুয়ারী ব্রিগেড সভার আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল৷ সেই মতো গ্রামেগ্রামে পথসভা করে তৃণমূল নেতা-কর্মীরা উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন৷ তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করতে বার্তা দিয়েছেন স্বয়ং তৃনমূল সুপ্রিমো৷ লোকসভাই যে এখন পাখির চোখ তা স্পষ্ট তৃণমূল নেতাদের বক্তব্যে৷ অন্যদল থেকে আসা কর্মীদের দলে নিতে কোন ছুতমার্গ দেখছেনা দল৷ আজ ২৫ ডিসেম্বর দাসপুর-২ ব্লকের বেনাই গ্রামপঞ্চায়েতে তৃণমূলে নাম লেখালেন বিরোধী শিবিরের দুই নেতা৷ একজন সি.পি.এম এর প্রতীকে গ্রামপঞ্চায়েতের জয়ী প্রার্থী শক্তি ফদিকার এবং অপর জন বি.জে.পি’র গ্রামপঞ্চায়েত প্রার্থী মামনি দোলুই৷

বেশ কিছুদিন ধরেই ওই দুই জন তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রেখে চলেছিলেন৷ আজ বেনাই গ্রামে প্রস্তুতি সভায় যোগ দিতে এসে তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র ওই দুইজনের হাতে দলীয় পতাকা তুলে দেন৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুরের আমডাঙা

ব্লক সভাপতি আশিস হুদাইত বলেন, সরকারের উন্নয়নে সামিল হতে ওই দুই জন আমাদের দলে যোগ দিয়েছেন৷ এর ফলে ওই অঞ্চলে আমাদের ভিত্তি আরো শক্ত হবে৷
যদিও বিরোধীরা একে তৃণমূলের দল ভাঙানোর নোংরা খেলা বলে দাবি করছেন৷

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here