এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আরামবাগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২,গুরুতর আহত ১

Published on: January 10, 2019 । 3:11 PM

বিষ্ণুপুর-আরামবাগ জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর,একজনের অবস্থা আশঙ্কাজনক! তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রশান্ত সামন্ত জানান,আজ সন্ধ্যে নাগাদ বিষ্ণুপুর থেকে আরামবাগ গামী এক বালির লরির সাথে বিপরীতদিক থেকে আসা এক বাইকের মধ্যে বেঙাই গ্রামে দুর্ঘটনা ঘটে। বাইকে চালক সহ মোত তিনজন ছিলেন। তাঁরা ইলেক্ট্রিকের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় চালক সহ মোট দুজনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। অপর এক বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭