এটা দাসপুর,ভোট মানে এখানে উৎসব রাজনৈতিক হিংসা হানাহানি নয়

আবারও দাসপুর প্রমাণ করল ভোট মানে এখানে অশান্তি বা প্রাণ শংসয়ের ভ্রুকুটি নয়! এখানে রাজনীতির ঊর্ধ্বে মনুষ্যত্ব।

ভোট তো একদিনের খেল। দেশ বা রাজ্য গড়ার লড়াইয়ে গোপনে মতামত জানানো মাত্র। আমরা কেন পাড়া প্রতিবেশির সাথে দলীয় পতাকার রঙের তফাতে সম্পর্কে ফাটল আনব? গনতান্ত্রিক অধিকার প্রয়োগে সবারই নিজস্বতার পাশাপাশি স্বাধীনতা আছে। তার আঁচ নিজেদের সম্পর্কে কেন লাগবে? প্রশ্ন দাসপুরের জনগনের।

১২ ই মে সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরে তৃণমূল,সিপিএম,বিজেপি,কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ আচরন মোহিত করে আমাদের টিম স্থানীয় সংবাদকে। দলীয় পতাকার লাঠি,দড়ি থেকে দলের চাটাই, মুড়ির ঠোঙা,জলের বোতল সবই একে অন্যের সাথে ভাগ করে নিচ্ছেন ভিন ভিন্ন দলের কর্মীরা।

ঘুরতে ঘুরতে আমাদের ক্যামেরা পোঁছে যায় দাসপুর ২ ব্লকের উত্তরবাড় এলাকায়। সেখানে গিয়ে আমাদের ধারনা আরও মজবুত হল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!