এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এক প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনে ব্যালটে ভোট

Published on: March 6, 2019 । 8:31 AM

দাসপুরের পর ঘাটাল,প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে নির্বাচনী বিধি ও নির্বাচনের আক্ষরিক অর্থ বোঝাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিচ্ছেন বিশেষ উদ্যোগ। ৫ ফেব্রুয়ারি সম্পন্ন হল ঘাটাল পশ্চিম চক্রের কিসমৎ দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনের কাজ। একেবারে গনতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটে ভোট দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্বাচিত করেছে তাদের প্রধান মন্ত্রী ও অন্যন্য মন্ত্রী পারিষদবর্গ।

বিদ্যালয়ে এই ধরনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনেকেই বিরোধিতা করলেও কিসমৎ গ্রামের মানুষ ও ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচন নিয়ে কোনো ক্ষোভ নেই। বরঞ্চ বিদ্যালয়ের এই উদ্যোগকে গ্রামবাসী সাধুবাদ জানিয়ে বলেছেন,আমরা আপ্লুত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা বাবুর এই প্রয়াসে। তাঁরা বলেন,সামিনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচন ঘিরে শিশুদের মধ্যে অনেক জিজ্ঞাস্য থাকে,যা অনেক ক্ষেত্রেই আমরা শিশুদের বোঝাতে পারিনা। বিদ্যালয়ে এভাবে নির্বাচন শিশুদের সকল কৌতুহল মেটাল।

ব্যালট

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা জানান,প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয় সাজানো,বাগান তৈরির মত বিদ্যালয়ের টুকিটাকি গঠনমূলক কাজ শিক্ষকদের হাত ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই করতে হয়। এই কাজের জন্য প্রতিটি বিদ্যালয়েই প্রতি শিক্ষাবর্ষে গঠিত হয় শিশু সংসদ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা