ঘাটাল লোকসভা কেন্দ্রের ৭ প্রার্থীর সংক্ষিপ্ত জীবনপঞ্জী

নিজস্ব সংবাদদাতা: এবারেও ঘাটাল লোকসভা কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মোট সাত জন প্রার্থী। তবে ২০১৪ সালের থেকে তিন জন কম। সেবার ১০ জন প্রার্থী হয়েছিলেন। ওই সাতজন প্রার্থীর সংক্ষিপ্ত পরিচয়, পেশা ও শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হল।
♦ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভারতী ঘোষ। বর্তমানে বয়স ৫৬ বছর। •শিক্ষাগত যোগ্যতা: বি.কম (১৯৮৩),এমবিএ (১৯৯০), এলএলবি (২০০১)। •পরিচিতি: প্রাক্তন আইপিএস অফিসার। •ঠিকানা: ২৬ ডি, ডি.পি.পি রোড, ডাক: নাকতলা, নেতাজিনগর, কলকাতা-৭০০০৪৭। •ভোটার: যাদবপুর লোকসভা কেন্দ্রের(টালিগঞ্জ বিধানসভা)। স্বামীর নাম: এম.এ.ভি রাজু। •স্বামীর পেশা: কলকাতা স্টক এক্সচেঞ্জের ম্যানেজার ছিলেন। এখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্র্যাক্টিস করছেন। ♦এস.ইউ.সি.আই-এর প্রার্থী দীনেশ মেইকাপ। বর্তমানে বয়স ৪৬ বছর। •শিক্ষাগত যোগ্যতা: ইংরেজিতে এম.এ (২০০৫)।•পরিচিতি: সমাজ কর্মী হিসেবে সুনাম রয়েছে। •ঠিকানা: আন্দুলিয়া, ডাক: লুটুনিয়া, থানা:সবং, পশ্চিম মেদিনীপুর-৭২১১৬৬। •ভোটার: ঘাটাল লোকসভা কেন্দ্রের (সবং বিধানসভা)। •স্ত্রীর নাম: চন্দনা ধাড়া। •স্ত্রীর পেশা: প্রাথমিক শিক্ষিকা।
♦তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী তথা দেব। বর্তমানে বয়স ৩৬ বছর। •শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা (২০০৩)। •পরিচিতি: টলিউডের অভিনেতা •ঠিকানা: ২৯বি, টাওয়ার-৪, সাউথসিটি, ৩৭৫ প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা-৭০০০৬৮•ভোটার: দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের (রাসবিহারী বিধানসভা)।• অবিবাহিত।
♦ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সাইফুল্লাহ খন্দকার। বর্তমানে বয়স ৩৩ বছর।•শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স। •পরিচিতি: ছাত্রনেতা হিসেবে সুনাম রয়েছে। •ঠিকানা: মির্জাবাজার, ডাক: মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-৭২১১০১ •ভোটার: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের (মেদিনীপুর বিধানসভা)।•স্ত্রীর নাম: রুবিনা খাতুন।•স্ত্রীর পেশা: গৃহবধূ।
♦বহুজন সমাজ পার্টির প্রার্থী সুরজিত সেনাপতি। বর্তমান বয়স ৩০ বছর। • শিক্ষাগত যোগ্যতা: বিএ অনার্স(২০১০), এমএ(২০১২)। পরিচিতি: তমলুকের তাম্রলিপ্ত কলেজের ইংরেজির অধ্যাপক। •ঠিকানা: নির্ভয়পুর, ডাক: শঙ্করপুর, পশ্চিম মেদিনীপুর-৭২১২১১। •ভোটার: ঘাটাল লোকসভা(দাসপুর বিধানসভা)। •অবিবাহিত।
♦সিপিআইয়ের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। বর্তমানে বয়স ৬৩ বছর। •শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক। •পরিচিতি: পার্টির হোল টাইমার। •ঠিকানা: মেদিনীপুরের কোতয়ালি থানার অন্তর্গত আবাস গ্রাম। •ভোটার: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের (খড়্গপুর বিধানসভা)। •স্ত্রীর নাম: দিপালী গঙ্গোপাধ্যায়। •স্ত্রীর পেশা: রাজ্য সরকারি কর্মচারি।
♦শিবসেনার প্রার্থী ড. উজ্জ্বলকুমার ঘটক। বর্তমানে বয়স ৪৫ বছর।•শিক্ষাগত যোগ্যতা: বিএ, বিএসসি, এমবিএ,এম.এ, এলএলবি(২০১৩), ম্যানেজমেন্টে পি.এইচ.ডি।•পরিচিতি: প্রাক্তন ভারতীয় সৈনিক। •ঠিকানা: শ্যামসুন্দরপুর, ডাক: দন্দিপুর, পশ্চিম মেদিনীপুর-৭২১২২২•ভোটার: ঘাটাল লোকসভা কেন্দ্রের (ঘাটাল বিধানসভা)। •স্ত্রীর নাম: সোনালী ঘটক। •স্ত্রীর পেশা: ব্যবসা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!