দাসপুরের খুকুড়দহে লক্ষ্মী পুজো মণ্ডপ তৈরি হল দিল্লির অক্সরধাম মন্দিরের আদলে

নিজেস্ব সংবাদদাতা,খুকুড়দহ: দিল্লির অক্সরধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে নজর কাড়ল দাসপুরের খুকুড়দহ সর্বজনীন লক্ষ্মীপুজো কমিটি৷ খুকুড়দহ লক্ষ্মী বাজারে ৫৯ বছর ধরে ওই পুজোর আয়োজন করে চলেছে উদ্যোগতারা৷ প্রতি বছরই পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সমাজসেবা মূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে৷ এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না৷ পুজোকে কেন্দ্রকরে পাঁচদিন ধরে চলবে মেলা৷ পুজো প্রাঙ্গনে সমাগম ঘটে আশে পাশের প্রায় ২০টি গ্রামের মানুষের৷ কমিটির সম্পাদক শক্তিপদ আদক জানান, মণ্ডপের থিমে চমচ থাকায় বিগত বছরের তুলনায় এই বছর লোক সমাগম বাড়ার আশা রয়েছে৷ দর্শনার্থীদের যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে কমিটির সদস্যরা সদা সজাগ থাকবেন৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।