এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দুপুরে খাওয়ার মেনুতে পছন্দ ননভেজ! ভাইফোঁটার সকালে মাংস দোকানে দীর্ঘ লাইন

Published on: November 9, 2018 । 11:39 AM

ভাই ফোঁটার সকালে দাসপুরে মাংস দোকানে দীর্ঘ লাইন৷ শুক্রবারে ভাইফোঁটা দেওয়া হয় না অনেক পরিবারে পারিবারিক রীতি এটাই! তবে প্রিয় ভাইকে ভর পেট খাওয়া দাওয়া করাতে কোন বাঁধা নেই৷ সেইমত সকালে প্রাতরাশ থেকে দুপুরে ভাতের থালা সাজাতে আগাম পরিকল্পনা থাকে বোনেদের৷ সেই মত বাজারগুলির মিষ্ঠি দোকান ও মাংস দোকানগুলিতে ভিড়ে ঠাঁসা ছবি ধরা পড়লো স্থানীয় সংবাদের ক্যামেরায়৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364