এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর নবীন সংঘের পরিচালনায় রাজ্যজুড়ে শুরু হল মাধ্যমিকের মক টেস্ট

Published on: December 26, 2018 । 4:15 PM

মাধ্যমিক পরীক্ষার আগেই শুরু মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। চলবে আগামী ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত। দাসপুর নবীন সংঘের পরিচালনায় রাজ্যজুড়ে মোট ৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক মক টেস্ট ২০১৯। নবীন সংঘের পক্ষে জানানো হয়েছে এবার রাজ্যের মোট ৬১টি বিদ্যালয় থেকে মোট ২৫৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী এই মক টেস্টে অংশ নিচ্ছে।

শিশুদের মধ্যেই ভগবান লুকিয়ে,সেই শিশুদেরই খুশি করে চলেছেন দাসপুরের বাবাজি

নবীন সংঘের পক্ষে বাংলার অধ্যাপক উজ্জ্বল চৌধুরী জানান মূলত ৫টি উদ্দেশ্য নিয়ে তাদের এই মক টেস্ট।
উদ্দেশ্যগুলি হল:-
১)পরীক্ষাভীতি দূর করে পরীক্ষার্থিদের মধ্যে আত্মবিশ্বাস জাগানো।
২)অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরীক্ষার্থীদের ভুলগুলি ধরিয়ে দিয়ে তাদের পারদর্শী করে তোলা।
৩)পরীক্ষার্থীদের লেখার মান আরও বাড়িয়ে দেওয়া।
৪) Doubt Clearing Class এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে যাবতীয় সমস্যার সমাধান।
৫) WBBSE এর নিয়ম অনুযায়ী মূল্যায়ন।

দাসপুর আমডাঙরায় তৃণমূল-বিজেপি কেউই জমি ছাড়তে নারাজ,আঙুল তুলেছে একে অন্যের দিকে

পরীক্ষা কেন্দ্রগুলি হল দাসপুর বিদ্যাসাগর নার্শারী স্কুল(দাসপুর),বরুনা সৎসঙ্গ হাইস্কুল(দাসপুর),ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ(ঘাটাল) এবং আসানসোল চিত্তরঞ্জন পার্কের নৈবেদ্য।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা