টাকা তছরুপের অভিযোগ তুলে দাসপুরের এক ব্যঙ্ক কর্মীকে পাকড়াও করল গ্রাহকরা

গ্রাহকদের টাকা তছরুপ ও জালিয়াতির অভিযোগে দাসপুরের তেমুয়ানি এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের সি এস পি মালিককে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল। ওই ব্যক্তির নাম দিলীপ কর।

এই ঘটনাকে কেন্দ্র করে ৩০ শে মে সন্ধ্যে থেকে ওই এলাকার শতাধিক গ্রাহক অভিযুক্তকে ধরে রেখে তাদের পাওনা টাকা দাবি করলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

শেষমেষ ভিলেজ পুলিশের মধ্যস্থতায় সবার টাকা পাই টু পাই মিটিয়ে দেবার অঙ্গীকার করে লিখিত মুচলেখা দেবার পর ছাড়া হয়। যদি এর অন্যথা হয় তবে দাসপুর থানার পুলিশের হাতে ওই ব্যাক্তিকে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। ওই গ্রাহক সেবাকেন্দ্রের বেশ কিছু গ্রাহকরা বলেন, পাঞ্জাব ব্যাংকের গৌরা শাখার অধীনে দাসপুরের তেমহানিতে একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট চালাচ্ছিল দিলীপ কর নামে ওই ব্যক্তি।

গ্রাহকদের অভিযোগ, দিলীপবাবু তাদেরকে না জানিয়েই তাদের একাউন্ট থেকে নানাভাবে জালিয়াতি করে টাকা তুলে নিচ্ছিল। আজ এক বৃদ্ধা তার স্বামীর পেনশনের পাসবই আপডেট করতে এলে প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে যায়। তারপর একে একে ফাঁস হতে থেকে এই আর্থিক প্রতারণা ও জালিয়াতির ব্যাপারটি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!