তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক স্টাফ নার্সের। মৃত নার্সের নাম সুনীতা সাউ(২৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। ১০ ফ্রেবুয়ারি বিকেলে বন্ধুর বাইকে করে ঘাটাল অভিমুখে ফেরার পথে বাইকটি দেউলিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। সুনিতা ঘটনাস্থলেই মারা যান। তাঁর বন্ধুর অবস্থা আশঙ্কাজনক। ঘাটাল মহকুমা হাসপাতালে সুনীতা স্টাফ নার্স হিসেবে ছিলেন বছর তিনেক ধরে। সুনীতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘাটালে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মুহূর্তে
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আইন মানাতে খড়ারে পুলিশের অভিযান
রবীন্দ্র কর্মকার: ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছে ৭৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ আইন, এই আইনের আওতায় রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক...