তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক স্টাফ নার্সের। মৃত নার্সের নাম সুনীতা সাউ(২৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। ১০ ফ্রেবুয়ারি বিকেলে বন্ধুর বাইকে করে ঘাটাল অভিমুখে ফেরার পথে বাইকটি দেউলিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। সুনিতা ঘটনাস্থলেই মারা যান। তাঁর বন্ধুর অবস্থা আশঙ্কাজনক। ঘাটাল মহকুমা হাসপাতালে সুনীতা স্টাফ নার্স হিসেবে ছিলেন বছর তিনেক ধরে। সুনীতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘাটালে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...